জলপাইগুড়ি,১২ জানুয়ারিঃ শীত মানেই পিঠে-পায়েস। আর পিঠে পায়েসের উৎসব মানেই পৌষ পার্বণ। তাই লাভের আশায় মৃৎ শিল্পীরা মাটির সরা বানাতে ব্যস্ত। অনেক দিন পর কিছুটা লাভের আশায় রয়েছেন জলপাইগুড়ি মৃৎ শিল্পীরা।
বাঙালীর বারো মাসে তেরো পার্বণের অন্যতম পার্বণ হল পৌষপার্বণ। ১৪ জানুয়ারি পৌষপার্বণ উৎসব। পৌষ পার্বণের দিন এগিয়ে আসতেই জলপাইগুড়ি মৃৎ শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। কয়েকদিন থেকে চরম ব্যস্ততায় নাওয়া খাওয়া প্রায় ভুলেই গিয়েছেন শিল্পীরা।
এবছর করোনা আবহে পুজোতে ব্যবসা খুব একটা ভালো হয়নি। তাই কিছুটা লাভের আশায় সরা তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করছেন মৃৎ শিল্পীরা। সরা বানিয়ে কিছুটা লাভের আশাও তারা দেখছেন বলে জানিয়েছেন।