শিলিগুড়ি, ১৮ ফেব্রুয়ারিঃ আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা।আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এবারে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন। যা গতবারের তুলনায় কম।ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯।ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৭৬ হাজার ৯।
পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলিতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।পরীক্ষাগ্রহণ কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোন ব্যবহারেও কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীরা স্মার্ট, ডিজিটাল ঘড়ি ব্যবহার করতে পারবে না।এছাড়াও ৬টি জেলার ৪২টি ব্লকে ইন্টারনেট পরিসেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের যাতায়াতে যেন কোনও অসুবিধা না হয় সেজন্য আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। উত্তরের প্রতিটি শহরের যানজট নিয়ন্ত্রণে সক্রিয় থাকবে ট্রাফিক বিভাগ। খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি যাতায়াতের জন্য বিশেষ পরিষেবা দেবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাও।পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিক বলেন, পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই জন্য পুলিশ এবং প্রশাসনকে তৎপর থাকতে আবেদন করা হয়েছে।