প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মাতৃসদন পরিদর্শনে বিজেপি নেতা শঙ্কর ঘোষ

শিলিগুড়ি, ২৬ এপ্রিলঃ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।তাতে কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের।সোমবার ২৩ নম্বর ওয়ার্ডের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মাতৃসদন পরিদর্শন করলেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ।এদিন সেখানকার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে  কথা বলেন তিনি।


শঙ্কর ঘোষ বলেন, করোনা নিয়ন্ত্রণে প্রশাসনকে কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত।বেসরকারী হাসপাতাল অধিগ্রহণ, সেফ হাউস খোলা, অক্সিজেন সহ জীবনদায়ী ওষুধ সরবরাহ সুনিশ্চিত করা, মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন, হেলপ্লাইন মজবুত করা, হোম আইসোলেশন এর ব্যক্তিরা যাতে বাড়ির বাইরে না যায় সেদিকে নজর দেওয়ার কথা বলেন।যারা টেস্ট করাচ্ছে তাদের রিপোর্ট দিতে দেরি হচ্ছে এই কারণে তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে।তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক যে সিদ্ধান্ত নেওয়া উচিত তাতে বিলম্ব হচ্ছে।এদিন নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, ক্লাবগুলিকে উদ্যোগ নেওয়ার বার্তা দেন তিনি।  

 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *