শিলিগুড়ির বাঘাযতীন পার্কে অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘মে দিবস’ উদযাপন

শিলিগুড়ি, ৫ মেঃ পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের তরফে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে অনুষ্ঠানের মধ্য দিয়ে মে দিবস উদযাপন করা হল।


এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক, INTTUC এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা।এদিন বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এদিন মন্ত্রী মলয় ঘটক বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির ক্ষেত্রে যে কমিটি রয়েছে সেই কমিটি এখনও কোনও কিছু নির্ধারণ করতে পারেনি।কমিটির তরফে আমাদের প্রস্তাব দিলেই মজুরি নির্ধারিত হবে।আপাতত চা শ্রমিকদের জন্য অন্তবর্তীকালীন মজুরি বৃদ্ধি করা হয়েছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *