শিলিগুড়ি, ১ মেঃ ‘মে দিবস’ উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করলো আইএনটিটিইউসি’র ঠিকা শ্রমিক ইউনিয়ন এনজেপি শাখা।
সোমবার ডিএস কলোনীতে আইএনটিটিইউসি’র দপ্তরে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।এদিনের শিবিরে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি শিলিগুড়ি লায়ন্স নেত্রালয়ের সহযোগিতায় চক্ষু পরীক্ষা করা হয়।পাশাপাশি প্রায় ২৫০ জন ঠিকা শ্রমিককে শাড়ি ও গামছা প্রদান করা হয়।
এছাড়াও কন্যাদায়গ্রস্থ পেশায় রিক্সা চালক এক অসহায় বাবাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আইএনটিটিইউসি।সংগঠনের সভাপতি সুজয় সরকার তার হাতে আর্থিক সাহায্য তুলে দেন।
এদিন সংগঠনের সভাপতি জানান, শ্রমিকদের স্বার্থে আমরা লড়াই করে চলেছি।মে দিবসের দিনেও শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবি জানান তিনি।