শিলিগুড়ি, ৬ ফেব্রুয়ারিঃ মাটিগাড়ার মায়াদেবী ক্লাবে চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ।ধৃতের নাম মনমোহন বর্মন।
জানা গিয়েছে, গত ২ ফেব্রুয়ারি মায়াদেবী ক্লাবে চুরির ঘটনা ঘটে।ঘটনার পর ক্লাবের তরফে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শনিবার ১ যুবককে গ্রেফতার করে পুলিশ।ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী ও টিভি।
আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।