ফাঁসিদেওয়া, ২৯ মার্চঃ মায়ের বকা খেয়ে আত্মঘাতী হল মেয়ে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফাঁসিদেওয়ার মাগুরা গ্রামে।মৃতার নাম সঞ্জীনা খাতুন।
জানা গিয়েছে, শুক্রবার রাতে নামাজ পড়ার সময় টিভি দেখছিল মেয়ে সঞ্জীনা।টিভির সাউন্ড কম করা নিয়ে মা ও মেয়ের মধ্যে বিতর্ক হয়।পরে মেয়েকে বকা দিলেই রাগে ঘরের দরজা বন্ধ করে সঞ্জীনা। ডাকাডাকি করে না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।