মায়ের সঙ্গে প্রকাশ্যে তিন ভাই, দুষ্টু-মিষ্টি স্বভাবে মন ভরালো পর্যটকদের

শিলিগুড়ি,২১ জানুয়ারিঃ মায়ের সঙ্গে প্রথমবার সামনে এলো তিন শাবক। দুষ্টমিতে মন ভরালো পর্যটকদের। বৃহস্পতিবার দর্শক ও পর্যটকদের জন্য প্রকাশ্যে ছাড়া হল বেঙ্গল সাফারির ৩ খুদে ব্যাঘ্র শাবককে। আজ বেঙ্গল সাফারির পঞ্চম ফাউন্ডেশন-ডে তে শীলার ৩ শাবককে খোলা জঙ্গলে ছাড়া হয়। এদিন বনদফতের আধিকারিকেরাও বেঙ্গল সাফারিতে উপস্থিত ছিলেন।


সকাল ১০ টা নাগাদ তিন শাবককে ছাড়া হয়। তবে আপাতত কিছুক্ষণের জন্য খুদে রয়্যাল বেঙ্গল শাবকদের পর্যটকদের জন্য ছাড়া হবে। আগামীতে ধীরে ধীরে তারা জঙ্গলে ঘোরা শিখলে দিনভর তাদেরকে পর্যটকদের জন্য খোলা জঙ্গলে রাখা হবে। পাশাপাশি তিন খুদের উপর নজর রাখবেন বনকর্মীরা।এছাড়াও এদিন ফিসিং ক্যাট ও একটি লেপার্ড ক্যাটও পর্যটকদের দেখার জন্য ছাড়া হয়।

উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে তিন শাবকের জন্ম দেয় শীলা। এতোদিন তাদেরকে এনক্লোজারে রাখা হয়েছিল। সেখানেই নজর রাখতেন বনাধিকারিকেরা। ৫ মাস বয়স পার হতে এদের ছাড়া হল জঙ্গলে। তবে এখনও ৩ শাবকের নামকরণ হয়নি। বেঙ্গল সাফারি পার্ক সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই শাবকদের নাম দিতে পারেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *