রাজগঞ্জ, ১৭ জুনঃ ময়নাগুড়ি এটিএম লুটকান্ডে একের পর এক অভিযানে বড় সাফল্য পেল পুলিশ।চতুর্থ দুষ্কৃতি গ্রেফতার, বাকি রয়েছে আর একজন।
ময়নাগুড়ির বৌলবাড়ি এলাকায় এটিএম লুটকান্ডে সোমবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলো থানার অন্তর্গত ভোটপাড়া এলাকা থেকে চতুর্থ দুষ্কৃতীকেও গ্রেফতার করা হয়েছে।ধৃতের নাম নরেশ কোহলি।হরিয়ানার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।ধৃতের কাছ থেকে লুট করা কোনও অর্থ উদ্ধার হয়নি, তবে গোটা লুটচক্রে তার সক্রিয় ভূমিকা ছিল বলেই মনে করছে তদন্তকারী দল।
গ্রেফতারের পর ধৃত নরেশ কোহলিকে ময়নাগুড়ি থানার হাতে তুলে দেওয়া হয়।সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই নিয়ে এটিএম লুটকান্ডে মোট চারজন দুষ্কৃতি পুলিশের জালে ধরা পড়ল।এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ১৫ লক্ষ ৪৮ হাজার টাকা।চক্রে মোট পাঁচজন জড়িত ছিল বলে তদন্তে উঠে এসেছে।এখন শুধুমাত্র একজন পলাতক রয়েছে।খুব শীঘ্রই পলাতক দুষ্কৃতীকেও গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।