শিলিগুড়ি, ১৯ ফেব্রুয়ারিঃ সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই ঘুরছে শিলিগুড়ি পুরনিগমে মেয়র ইন কাউন্সিলে, বরো চেয়ারম্যানের পদে কারা থাকছেন।
কিন্তু তৃণমূল সূত্রে খবর সেই তালিকা ঠিক নয়।এখনও সিদ্ধান্ত হয়নি যে কারা মেয়র ইন কাউন্সিলে থাকছে। এমনকি বোরো চেয়ারম্যানও কারা হচ্ছে তাও ঠিক হয়নি।
আজ গৌতম দেব জানান, কলকাতা থেকে দল যে তালিকা পাঠাবে সেটাই চূড়ান্ত।এখনও আমার কাছে জানানো হয়নি কারা মেয়র পারিষদ হচ্ছেন।শুধুমাত্র মেয়র হিসেবে মুখ্যমন্ত্রী আমার কথা বলেছেন।
