শিলিগুড়ি, ১ আগস্টঃ কাটিহারে মেয়র খুন।ঘটনায় শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে। গত ২৯ শে জুলাই কাটিহারের মেয়র শিবরাজ পাসওয়ানকে গুলি করে খুন করা হয়।বাড়ির সামনে খুন করা হয়েছিল মেয়রকে।
ঘটনার পর কাটিহার সদর থানা তদন্তে নামে।ঘটনায় ১০ জনের নাম সামনে আসে।তাদের মধ্যে ৪ জনকে গ্রেফতারও করা হয়।উদ্ধার হয় পিস্তল ও বাইক।যদিও মূল অভিযুক্ত সাকেত শুভম (ওরফে তারে) পালিয়ে ছিল।বিহার থেকে পালিয়ে শিলিগুড়িতে গা ঢাকা দেয় সে।
শনিবার রাতে বিহার পুলিশ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সহযোগীতা নিয়ে ২৬ নম্বর ওয়ার্ড থেকে সাকেতকে গ্রেফতার করে।সেখানে আত্মীয়ের বাড়িতে সে লুকিয়ে ছিল বলে জানা গিয়েছে।রবিবার তাঁকে শিলিগুড়ি আদালতে তুলে ট্রানজিট রিমাণ্ডে কাটিহার নিয়ে যাওয়া হচ্ছে।জানা গিয়েছে, প্রতিহিংসা থেকেই খুন করা হয়েছিল মেয়রকে।