মেয়রকে কটাক্ষ রঞ্জনের, মেয়রের উত্তর ‘নেই কাজ তো খই বাছ’

শিলিগুড়ি,৬ মেঃ স্বাস্থ্যকর্মীরা বেতন পাচ্ছেন না তবে পুরনিগমে নিয়োগ করা হচ্ছে নতুন বিল্ডিং ইনস্পেক্টর, মেয়রের দিকে তোপ দাগলেন পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার।অভিযোগ, একদিকে যখন বিভিন্ন পেশার মানুষ কাজ হারাচ্ছে, স্বাস্থ্যকর্মীরা বেতন পাচ্ছেন না সেইসময় কর্পোরেশনে এমন বেশকিছু কর্মী রয়েছে যাদের আদৌ কোনো কাজ নেই তবে তারা বেতন পাচ্ছেন।


তিনি আরও জানান, আজ বরো অফিসে নতুন ১১ জন বিল্ডিং ইন্সেপক্টর পাঠানো হয়েছে, যাদের কবে নিয়োগ করা হয়েছে কেউ জানে না।অভিযোগ, রাজনৈতিক দলের সুবাদেই তাদের কাজে রাখা হয়েছে।

যদিও এই বিষয়ে মেয়র অশোক ভট্টাচার্য জানান, দীর্ঘদিন ধরে যারা কাজ করে আসছে এখনও তারাই কাজ করে চলেছে, নতুন করে কাউকেই নেওয়া হয়নি।স্বাস্থ্যকর্মীদের বেতন সরকার আটকে দিয়েছিল তবে অনেক চেষ্টার ফলে সেই বেতন এখন এসে পৌছেছে এবং তা স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। মেয়রের বিরুদ্ধে রঞ্জন সরকারের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মেয়র বলেন, ‘নেই কাজ তো খই ভাজ’।পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişcasino siteleriDeneme BonuslarOnwinbahsegel girişholiganbetholiganbet girişonwinpusulabet girişgrandpasha girişcasibom girişistanbul escortextrabetescort beylikdüzücasibomistanbul escortcasibom