খড়িবাড়ি, ২৭ অক্টোবরঃ খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কির গৌড়সিং জোত এলাকায় ভারত নেপাল সীমান্তের মেচী নদী থেকে উদ্ধার হলো এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয়দের অনুমান সীমান্ত পার করার সময় নদীতে পিছলে পড়ে মৃত্যু হয় ব্যক্তির। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় খড়িবাড়ি পুলিশ।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
