নকশালবাড়ি, ৫ মেঃ নকশালবাড়ির কলাবাড়ি সংলগ্ন মেচী নদীর চর থেকে উদ্ধার হওয়া হস্তিশাবকের মৃত্যু হল আজ।
উল্লেখ্য, বৃহস্পতিবার মেচী নদী এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় হস্তিশাবকটিকে।এরপর স্থানীয়রা বনদপ্তরকে খবর দিলে বনদপ্তর হস্তিশাবককে উদ্ধার করে।আজ কলাবাড়ি বিট অফিসে মৃত্যু হয় হস্তিশাবকের।
বনদফতর সূত্রে খবর, ১৫-২০দিনের এই হস্তিশাবক দলছুট হয়ে উদ্ধার করার পর চিকিৎসা প্রদান করা হয়েছিল। হস্তিশাবকের পেটে আলসার থেকে সংক্রমণ হওয়ার ফলে শাবকটির মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে।
