খড়িবাড়ি, ৫ অক্টোবরঃ ইন্দো-নেপাল সীমান্তের মেচী নদীতে জলে ডুবে মৃত্যু হল এক মহিলার।খড়িবাড়ির পানিট্যাঙ্কির ছোটো বদরাজোতের ঘটনা।মৃতার নাম হেমা খয়রেল।নেপালের গৌরী গাওয়ের বাসিন্দা ছিলেন তিনি।
জানা গিয়েছে, শনিবার সকালে নেপাল থেকে খরস্রোতা মেচী নদী পেরিয়ে ভারতে আসার চেষ্টা করছিল ৩ জন নেপালের মহিলা।তবে নদীর জল বেশি থাকায় জলে তলিয়ে যায় ৩ জনই।তবে ২ জন জল থেকে উঠতে পারলেও হেমা খয়রেল নামে এক মহিলা জলে ডুবে যায়।
ঘটনাস্থল থেকে কিছুটা দূরে নদীর চড়ে আটকে যায় সেই মহিলা।স্থানীয়দের বিষয়টি নজরে আসতেই পুলিশকে খবর দেওয়া হয়।খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ পৌঁছে মহিলার মৃতদেহ উদ্ধার করে খড়িবাড়ি থানায় নিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে।
বাকি ২ মহিলা নেপালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।