নকশালবাড়ি, ৯ জুলাইঃ নদী পেরিয়ে ধান রোপন করে ফেরার সময় খরস্রোতা নদীর জলে তলিয়ে যায় মা ও মেয়ে।মাকে উদ্ধার করা গেলেও কোন খোঁজ নেই মেয়ের।ঘটনায় চাঞ্চল্য ছড়াল নকশালবাড়ির বড় মনিরাম জোতে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ভারত নেপাল সীমান্তের মেচী নদী পার করে ধান রোপন করতে যায় ১৫-২০ জন। কাজ শেষ করে বাড়ি ফেরার সময় পাহাড়ি খরস্রোতা মেচী নদীর জলে তলিয়ে যায় মা ও মেয়ে।
খবর পেয়ে স্থানীয়রা পৌঁছে মাকে উদ্ধার করলেও এখনও মেয়ের হদিশ পাওয়া যায়নি।ঘটনার পর থেকে উদ্ধার কাজ করছেন স্থানীয়রা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ির বিডিও, মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান সহ নকশালবাড়ি পুলিশ, এসএসবি’র জওয়ানরা।
উদ্ধার কাজ চলছে বলে জানান মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ।