নকশালবাড়ি, ২৯ সেপ্টেম্বরঃ দুধ বিক্রি করে ঘরে ফেরার সময় গত শুক্রবার মেচী নদীতে তলিয়ে যায় বিদ্যানন্দ রায় নামে এক বৃদ্ধ।নকশালবাড়ির বড় মনিরাম জোত সংলগ্ন ভারত নেপাল সীমান্তে মেচী নদীতে এই ঘটনাটি ঘটে।গত ২ দিন ধরে নকশালবাড়ি থানার পুলিশ ও এসডিআরএফ টিম উদ্ধারকাজ চালালেও এখনও খোঁজ পাওয়া যায়নি বৃদ্ধের।আজ বৃদ্ধের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, গ্ৰাম পঞ্চায়েত প্রধান ও সদস্যরা।
এদিন সভাধিপতিকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।জানা গিয়েছে, বিগত ৩৫ বছর ধরে নেপালে দুধ কেনাবেচা করতো বৃদ্ধ।গত শুক্রবার ফেরার পথে হঠাৎই মেচী নদীর জলে তলিয়ে যায় বৃদ্ধ।ঘটনার পর থেকে চলছে খোঁজ।
আমরা পরিবারটির পাশে আছি।এই অবস্থায় নদী তীরবর্তী এলাকায় বাসিন্দাদের নদী পারাপার না করার পরামর্শ দেন সভাধিপতি অরুণ ঘোষ।