শিলিগুড়ি, ১১ আগস্টঃ ফের দুঃস্থ মেধাবী ছাত্রীর পাশে সমাজসেবী মদন ভট্টাচার্য।
শিলিগুড়ির শান্তিপাড়ার বাসিন্দা যুগল পালের স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে চারজনের সংসার। তবে বর্তমানে কর্মহীন যুগল পাল। সেই দরিদ্র পরিবারের মেয়ে রিম্পা পাল ৬৭২ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করে।আশা ছিল আরও বেশি নম্বর পাওয়ার।তবে আগামীতে তার স্বপ্নপূরণ করতে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন সমাজসেবী মদন ভট্টাচার্য।
মঙ্গলবার পড়াশোনার যাবতীয় সামগ্রী নিয়ে মদন ভট্টাচার্য হাজির হন রিম্পার বাড়িতে। পাশাপাশি আর্থিক সাহায্যও করেন তিনি। জানা গিয়েছে, রিম্পার দাদা জয় পালকেও মদনবাবু সাহায্য করে চলছেন মাধ্যমিক পাস করার পর থেকে। বর্তমানে জয় কেমিস্ট্রিতে অনার্স নিয়ে তৃতীয় বর্ষের ছাত্র।
এদিন রিম্পা জানান,দাদার মতো তার স্বপ্নপূরণ করতে মদন ভট্টাচার্য যেভাবে এগিয়ে এসেছেন তা ভাষায় প্রকাশ করা যায় না।
অন্যদিকে,দুঃস্থ পরিবারের মেধাবী ছাত্রীকে সাহায্য করে গর্বিত।মদন ভট্টাচার্য বলেন, দাদা জয় পালের মত রিম্পারও পড়াশুনার সমস্থ দায়িত্ব তিনি নেবেন।যাতে দরিদ্র পরিবারের এই ছাত্রীর স্বপ্ন পূরণ হয়।