শিলিগুড়ি, ১২ জুনঃ উচ্চমাধ্যমিকে রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকারী রিতা হালদার এবং শিলিগুড়ি গার্লস হাইস্কুলের মধ্যে প্রথম স্থান অধিকারী রেনেসাঁ দাসকে সংবর্ধনা দিলেন সমাজসেবী গৌতম গোস্বামী।
রবিবার শিলিগুড়ি পুরনিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বিবেকানন্দ পল্লীতে রেনেসাঁর বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়।উপস্থিতি ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল দত্ত। অন্যদিকে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা অন্তর্গত খুদী্রামপল্লীতে রিতা হালদারের বাড়িতে গিয়েও তাকে সংবর্ধনা জানানো হয়।আগামীতে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন গৌতম গোস্বামী।
এই বিষয়ে গৌতম গোস্বামী বলেন, দৃষ্টিহীন ও দারিদ্রতার মাঝেও এত ভালো নম্বর পেয়েছে তাদের পাশে এসে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য।আগামীদিনে তাদের পাশে থাকার চেষ্টা করবো।