শিলিগুড়ির মেডিকা হাসপাতাল উদযাপন করল নারী দিবস ২০২৫: শক্তি, স্বাস্থ্য এবং সাফল্যকে জানানো হল সম্মান

শিলিগুড়ি, ৮ মার্চ: মণিপাল হাসপাতাল গ্রুপের অংশ, মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিক এবং মেডিকা ক্যান্সার হাসপাতাল, শিলিগুড়ি, আজ বিভিন্ন পটভূমির নারীদের কৃতিত্ব এবং প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করল। এই উপলক্ষে সমাজে নারীদের অপূরণীয় অবদান উদযাপনের জন্য চিকিৎসক, সমাজকর্মী, শিক্ষক, উদ্যোক্তা এবং সমাজ পরিবর্তনকারী ব্যক্তিরা একত্রিত হলেন।


এই অঞ্চলের বিশিষ্ট এবং প্রথম টেবিল টেনিস কোচ প্রয়াত ভারতী ঘোষের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বাগত জানানো হয় অনুষ্ঠানের প্রধান অতিথি, শিলিগুড়ির প্রধান নগরের আইসি মিঃ বাসুদেব সরকার এবং ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গার্গী চ্যাটার্জীকে। চিন্তা-উদ্দীপক আলোচনা, বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত অধিবেশনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখা নারীদের সম্মাননা ও স্বীকৃতি দিতে এ দিন জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার অংশ হিসেবে মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিক (MNBC) এবং মেডিকা ক্যান্সার হাসপাতালের (MCH) মহিলা চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যসেবা পেশাদার, পুলিশের কর্মকর্তা, ব্যবসায়িক প্রতিষ্ঠানের আধিকারিক, শিক্ষাবিদ, সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং সমাজকর্মীদের স্বীকৃতি দেওয়া হয়।
মণিপাল হাসপাতাল গ্রুপের অংশ, মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিকের পরামর্শদাতা – ডায়েটিশিয়ান শ্রীমতী অনিতা শাহের নেতৃত্বে ‘মহিলাদের স্বাস্থ্যকার খাদ্য’ শীর্ষক একটি বিশেষ অধিবেশনে মহিলাদের সুস্থতার জন্য বিশেষভাবে তৈরি সুষম পুষ্টি এবং খাদ্যাভ্যাসের গুরুত্ব তুলে ধরা হয়েছিল।
এছাড়াও, ‘গাইনোকোলজিক্যাল হেলথ’ শীর্ষক একটি প্যানেল আলোচনায় যোগ দেন মণিপাল হাসপাতাল গ্রুপের অংশ মেডিকা ক্যান্সার হাসপাতালের মেডিকেল অনকোলজি অ্যান্ড রেডিয়েশন অনকোলজির জুনিয়র কনসালট্যান্ট বিশেষজ্ঞ ডাঃ নিশানা পাল, এবং মেডিকা হাসপাতাল গ্রুপের অধীনস্থ মেডিকা নর্থ বেঙ্গল ক্লিনিকের ডাঃ বিশ্বজিৎ দে
সিনিয়র কনসালটেন্ট – গাইনোকোলজি । তাঁরা নিয়মিত স্ক্রিনিংয়ের তাৎপর্যের উপর জোর দিয়ে স্তন এবং জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা, প্রাথমিক শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করেন।
এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের উল্লেখযোগ্য যে মহিলাদের কৃতিত্ব উদযাপন করা হয়, তাঁদের মধ্যে ছিলেন মুনিয়া সরকার (টোটো ড্রাইভার এবং সমাজকর্মী), বৈশাখী (ব্রাইডাল মেকআপ আর্টিস্ট), মিঠু কবিরাজ (পুলিশ অফিসার, প্রধান নগর), তমালিকা দে এবং বিনিতা পাল (সাংবাদিক), শ্বেতা চৌধুরী এবং সুলগ্না মজুমদার ঘোষ (শিক্ষিকা, দিল্লি ওয়ান্ডার ওয়ার্ল্ড স্কুল), মিলি সিনহা (কাউন্সেলর, ওয়ার্ড ১৭), মেখলা ভৌমিক (প্রতিষ্ঠাতা, মহিলা স্বনির্ভর সোশ্যাল মিডিয়া গ্রুপ ‘শোস্টপার’), তানিয়া (ক্রিমি ক্রিয়েশনের মালিক), মধুমন্তী কর (যোগ প্রশিক্ষক, শিশুদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করছেন), ঋতুপর্ণা রায় এবং তনিমা দত্ত রায় (ক্র্যাফটি গিফটির মালিক)।
প্রধান অতিথি গার্গী চ্যাটার্জী তাঁর বক্তব্যে বলেন, “নারীরা সমাজের স্তম্ভ, এবং তাঁদের কাজের স্বীকৃতি প্রদান নারী সবলীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ধরনের অনুষ্ঠানগুলি কেবল নারীদের সাফল্যকে সম্মান জানায় না বরং নারীর স্বাস্থ্য সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনারও জন্ম দেয়। আমি এখানে উপস্থিত থাকতে পেরে আনন্দিত এবং চিকিৎসকদের তুলে ধরে পর্যবেক্ষণগুলি আমাদের সকলের জন্য সত্যিই উপকারী।”
এই কর্মসূচি সম্পর্কে মেডিকা ক্যান্সার হাসপাতাল এবং মেডিকা নর্থ-বেঙ্গল ক্লিনিকের হাসপাতাল পরিচালক শ্রী সঞ্জয় সিংহ মহাপাত্র বলেন, “আমাদের হাসপাতাল গোষ্ঠী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, নারীদের স্বাস্থ্যের মধ্যেই সমাজের প্রকৃত অগ্রগতি নিহিত রয়েছে। তাঁদের শক্তি, স্থিতিস্থাপকতা এবং মূল্যবান অবদান পরিবার, সম্প্রদায় এবং সমাজের স্তম্ভ। এই অনুষ্ঠানে নারীদের সাফল্যের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি নারীদের স্বাস্থ্যকে সর্বাগ্রে রাখার জরুরি প্রয়োজনীয়তার উপরেও জোর দেয়। নারী স্বাস্থ্যের প্রতি সচেতনতা তৈরি করা আমাদের চালিকা শক্তি এবং আমরা স্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগ, স্ক্রিনিং এবং সামাজিক কর্মসূচির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের প্রতি দায়বদ্ধ, যাতে তাঁরা তাঁদের প্রকৃত প্রাপ্য যত্ন, সহায়তা এবং স্বীকৃতি লাভ করেন।”

 


(বিজ্ঞাপন)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *