শিলিগুড়ি, ২১ মে: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপতালের কোভিড ব্লকে শর্ট সার্কিট থেকে আগুন। চাঞ্চল্য ছড়ালো ঘটনা ঘিরে।
জানা গিয়েছে, শুক্রবার সকালে কোভিড ব্লকে থাকা সিসিইউ ওয়ার্ডে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সঙ্গে সঙ্গে সেখানে থাকা কর্মীরা রোগীদের অন্য ওয়ার্ডে নিয়ে যান। আগুনের জেরে ধোঁয়ায় ঢেকে যায় গোটা ওয়ার্ড।পরবর্তীতে জানালার কাঁচ ভেঙে ধোঁয়া বের করা হয়। তবে দমকল যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলেন সেখানকার কর্মীরা। এদিন ঘটনার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড ব্লকে যান সমস্ত আধিকারিক ও চিকিৎসকেরা। ঘটনাস্থল পরিদর্শন করেন তারা।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত জানান, সিসিইউ ইউনিটে শর্ট সার্কিট এর জেরে আগুন লেগেছিল। তবে ছোটো আগুন ছিল। রোগীদের কথা চিন্তা করে সঙ্গে সঙ্গে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। যাবতীয় বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে। অগ্নিনির্বাপন ব্যবস্থা কিভাবে আরও ভালো করা যায় সে বিষয়েও আলোচনা করা হবে।