শিলিগুড়ি, ৪ নভেম্বরঃ স্থায়ীকরণ সহ বেতন বৃদ্ধির দাবীতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অস্থায়ী কর্মচারীরা।
জানা গিয়েছে, বুধবার সকালে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা।অস্থায়ী কর্মীদের সংগঠন কন্ট্রাক্টর ওয়ার্কাস ইউনিয়নের যুগ্ম সম্পাদক সজল দত্ত জানান, তাদের দিয়ে যে কাজ করানোর কথা ছিল তার বাইরেও অনেক বেশী কাজ করানো হচ্ছে।পাশাপাশি তাদের কোন পরিচয়পত্রও নেই।গতমাসেও তাদের বিভিন্ন দাবিদাওয়া পূরনের জন্য ৩ দিন প্রতীকী অবস্থানে বসেছিলেন।কিন্তু তাতেও তাদের সমস্যার সমাধান হয়নি।তাদের দাবী দাওয়া পুরণ না হলে লাগাতার তাদের বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন সজলবাবু।
এদিকে অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে মেডিক্যালে পরিষেবা ভেঙ্গে পড়তে পারে।এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মেডিক্যাল সুপার কৌশিক সমাজদার।তিনি বলেন, কর্মীদের দাবী দাওয়া নিয়ে আমরা ইতিমধ্যেই তাদের ঠিকাদারের সাথে কথা বলেছি।কিন্তু কাজ বন্ধ করে আন্দোলন বরদাস্ত করা হবে না।প্রয়োজনে ঠিকাদারের সাথে কথা বলে অন্যলোক নিয়োগ করার কথা ভাবা হবে।কাজ করার পাশাপাশি আলোচনা চলতে থাকুক বলেই জানিয়েছেন সুপার।