উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে পালালেন ব্ল্যাক ফাঙ্গাসের রোগী

শিলিগুড়ি, ১৮ জুনঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে পালালো মিউকরমাইকোসিস তথা ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত এক মহিলা।বৃহস্পতিবার রাতে ওই মহিলা ইএনটি ওয়ার্ড থেকে পালিয়ে যান বলে জানা গিয়েছে।এরপরই বিষয়টি মেডিক্যাল ফাঁড়িতে জানানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে।


দুদিন আগেই ওই মহিলা আউটডোরে এসেছিলেন।সেইসময় তাকে দেখে সন্দেহ হওয়াতেই ভর্তি করে চিকিৎসা চালাচ্ছিলেন চিকিৎসকেরা।তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত গতকালই তার রিপোর্ট আসে।জানা গিয়েছে, ওই মহিলা মুর্শিদাবাদের বাসিন্দা।তিনি হাসপাতালে ভর্তির সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেখানেও যোগাযোগ করা হচ্ছে।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, মহিলা পালালেও অন্য মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই।তবে চিকিৎসা না করালে ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে পারে এবং তার অস্ত্রোপচারেরও প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *