শিলিগুড়ি,২৩ মার্চঃ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে জরুরী বৈঠকে বসলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।করোনা ভাইরাস যাতে শহরের মানুষের মধ্যে না ছড়িয়ে পড়ে সেই কারনে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে IMA এর তরফে।জানানো হয়েছে, জরুরী পরিস্থিতি ছাড়া রোগী যাতে ডাক্তারের চেম্বারে না আসে।কারণ এতে রোগী থেকে ডাক্তার বা ডাক্তার থেকে রোগীর মধ্যে ভাইরাস ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।আগামী দুই সপ্তাহ দেশবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই পরিস্থিতিতে আরও বেশি করে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। সেইসাথে আইএমএ এর তরফে আবেদন করা হয় যাতে নিজের জেলা থেকে কেউ অন্য জেলায় চিকিৎসার জন্য না আসে এবং একজন রোগীর জন্য পরিবার থেকে যেন একজন সদস্যই আসে। ভিড় এড়াতেই মূলত এই উদ্যোগ। দেশজুড়ে এখন চলছে যুদ্ধকালীন পরিস্থিতি, এই পরিস্থিতিতে একান্ত প্রয়োজন ছাড়া কেউ যাতে ডাক্তারের চেম্বারগুলিতে ভিড় না জমায়।
অন্যদিকে মন্ত্রী গৌতম দেব জানান, ইতিমধ্যেই তিনি মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক এবং রোগী কল্যান সমিতির চেয়ারম্যানের সাথে কথা বলেছেন।এছাড়াও বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি দার্জিলিং এর ডিএম,সিএমওএইচ দার্জিলিং এবং মেয়র অশোক ভট্টাচার্যের সঙ্গেও কথা বলবেন।