শিলিগুড়ি, ১৪ মার্চঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয় কুমার মৈত্র সংগ্রহশালার উদ্যোগে দুদিনব্যাপী মেগা মিউজিয়াম প্রদর্শনী শুরু হল।
এই প্রদর্শনীতে ঐতিহাসিক মুদ্রা,ব্রিটিশ আমলের স্ট্যাম্প পেপার, পেন্সিলের সিসে ক্ষুদ্র চিত্রশৈলী, টেরাকোটা শিল্প প্রদর্শনী, মেদিনীপুরের হস্তশিল্প সহ উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির সংস্কৃতি স্টলের মাধ্যমে তুলে ধরা হয়েছে।এদিন শিলিগুড়ি সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা প্রদর্শনীতে অংশগ্রহণ করে।
এদিন সংগ্রহশালার তত্ত্বাবধায়ক ডঃ মলয় সাহা জানান, দুদিনব্যাপী মেগা মিউজিয়াম প্রদর্শনীতে পার্বত্য ও সমতলের জনজাতির বিলুপ্ত হয়ে যাওয়া সংস্কৃতি তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে গবেষকরা তাদের কাজ ও গবেষণা করতে পারবেন।