ফুলবাড়ি, ১৫ ডিসেম্বরঃ শিলিগুড়ি শহরে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য শীঘ্রই দ্বিতীয় মেগা পানীয় জল প্রকল্পের কাজ শুরু হচ্ছে।এই প্রকল্প বাস্তবায়িত করার লক্ষ্যে আজ পরিদর্শনে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ অন্যান্য আধিকারিকরা।
জানা গিয়েছে, ৫১৯ কোটি টাকা ব্যয়ে মেগা পানীয় জল প্রকল্প হবে ফুলবাড়িতে।এই প্রকল্পের জন্য টেন্ডার প্রক্রিয়া ও ওয়ার্ক অর্ডারের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। গত ১২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি প্রকল্পের শিলান্যাস করেন। গজলডোবা থেকে তিস্তা নদীর জল পাইপের মাধ্যমে ফুলবাড়িতে এনে পরিশ্রুত করার পর বৃহত্তর শিলিগুড়িতে পানীয় জল সরবরাহ করা হবে। তবে এই পাইপ বসানোর ক্ষেত্রে বেশ কয়েকটি জায়গায় জটিলতা দেখা দিয়েছে। সেই বিষয়গুলি সমাধানের উদ্দেশ্যে শুক্রবার নির্দিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
মেয়র গৌতম দেব বলেন, জল প্রকল্পের পাইপ বসানোর জন্য কেউ উচ্ছেদ হবে না। আপাতত কয়েকটি ঘর সরিয়ে নিতে হলেও, পাইপের কাজ শেষ হলে ওই পরিবার গুলি পুনরায় সেখানে ঘর করতে পারবেন।বিষয়টি দেখার জন্য গ্রাম পঞ্চায়েত সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।