শিলিগুড়ি,১৫ সেপ্টেম্বরঃ মেলেনি রাজ্য সরকারের অনুমতি।তাই শহরে আপাতত বসছে না জাতির জনকের মূর্তি।
আগামী ২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী।আর সেই দিনই শহরে বসতে চলেছিল মহাত্মা গান্ধীর মূর্তি।মন্ত্রী অরূপ বিশ্বাসের আশ্বাসের পর এমনটাই জানিয়েছিলেন শিলিগুড়ি পুর প্রশাসক অশোক ভট্টাচার্য।প্রধান ডাকঘরের সামনে গান্ধী মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।তবে তাতেও বাঁধা শানে রাজ্যের পূর্ত দপ্তর।পুরনিগমের এই উদ্যোগের বিরোধিতায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে পূর্ত দপ্তর।
পরবর্তীতে বিষয়টি রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসের গোচরে আনলে তিনি আশ্বাস দিয়েছিলেন দু দিনের মধ্যে গান্ধী মূর্তি বসানোর অনুমতি দেবেন। কিন্তু আজও কোনরকম অনুমতি না মেলায় অবশেষে মূর্তি বসানো থেকে বিরত থাকছে শিলিগুড়ি পুরনিগম বলে জানান পুর প্রশাসক অশোক ভট্টাচার্য।