শিলিগুড়ি, ১২ আগস্টঃ ‘মানুষের জন্য কাজ করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন’-বুধবার স্মারকলিপি প্রদান করতে গিয়ে পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যানের বিরুদ্ধে এমনই কটাক্ষ করলেন প্রাক্তণ বিরোধী দলনেতা রঞ্জন সরকার।
তৃণমূলের অভিযোগ, করোনা মহামারীতে মানুষকে পুর-পরিষেবা দিতে ব্যর্থ শিলিগুড়ি পুরনিগমের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।সেই কারনে মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে আজ ১০ দফা দাবী নিয়ে অশোক ভট্টাচার্যকে একটি স্মারকলিপি প্রদান করে তৃণমূল পরিষদীয় দল।রঞ্জন সরকারের নেতৃত্বে এদিন স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান করে প্রশাসক মন্ডলীর চেয়ারম্যানের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন রঞ্জন সরকার।রঞ্জন সরকার জানান, শুধু টাকা নেই, টাকা নেই বলে নিজেদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে এই বোর্ড।যেখানে রাজ্য সরকার কেন্দ্রের আর্থিক বঞ্চনার পরও মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন,সেখানে শিলিগুড়ির প্রশাসক বোর্ড নিজেদের দায়িত্ব থেকে বিরত থাকছে।তিনি আরও জানান, যদি পুর-প্রশাসক বোর্ড নিজেদের দায়িত্ব পালনে অক্ষম হয় তাহলে পুর দায়িত্ব থেকে অব্যাহতি নিক।