শিলিগুড়ি, ২ জানুয়ারিঃ মেরামতের জন্য আজ বন্ধ করা হয় শিলিগুড়ির ১ নম্বর মহানন্দা ব্রিজ।পিডব্লিউডি এর তরফে আজ সকাল শুরু হয় মেরামতের কাজ।এদিকে ব্রিজ বন্ধ হয়ে যাওয়ায় শহরে ব্যাপক যানযটের পরিস্থিতি সৃষ্টি হয়।
জানা গিয়েছে, ১৯৬৭ সালে ১ নম্বর মহানন্দা ব্রিজ তৈরি করা হয়।বর্তমানে ব্রিজের পরিস্থিতি কি অবস্থায় রয়েছে তা জানতে কাজ শুরু করা হয়েছে।ব্রিজের পিলার এবং কংক্রিটের কিছু অংশ নিয়ে ল্যাবে পরীক্ষাও করা হবে।
উল্লেখ্য, ২০২১ সালের অক্টোম্বর মাসে ভারী বৃষ্টির জেরে মাটিগাড়ার বালাসন ব্রিজ ক্ষতিগ্রস্থ হয়।এরপরই প্রশাসনিক আধিকারিকদের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।এই কারণেই পিডব্লিউডি এর তরফে মহানন্দা ব্রিজের মেরামতের কাজ শুরু করা হয়েছে।
এই বিষয়ে ট্রাফিক ডিসিপি অভিষেক গুপ্তা বলেন, ব্রিজ মেরামত ও পরীক্ষার জন্য পিডব্লিউডি সময় চেয়েছিল।ব্রিজ মেরামতের কাজ শেষ হলে ফের ব্রিজের ওপর যাতায়াত শুরু হয়ে যাবে।