মেয়ের বিয়ে নিয়ে চিন্তায় পড়েছিলেন, মুশকিল আসান করলো স্বেচ্ছাসেবী সংগঠন  

শিলিগুড়ি, ১৩ মেঃ মেয়ের বিয়ে ঠিক করেছিলেন।কিন্তু কিভাবে হবে বিয়ের সমস্ত আয়োজন তা নিয়ে চিন্তায় পড়েছিলেন অসহায় বাবা।এই পরিস্থিতিতে ফের একবার অসহায় গরীব বাবাকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠন সৃষ্টি ফাউন্ডেশন এবং বিশিষ্ট সমাজসেবী টুলটুলি দত্ত।


জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ২ এর পূর্ব ফকদই বাড়ি এলাকার বাসিন্দা নিপেন হাওলাদার রং মিস্ত্রির কাজ করতেন।বিগত দুবছর ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী।এরই মধ্যে মেয়ে নিকিতার বিয়ে ঠিক হয়।তবে বিয়ের খরচ কীভাবে বহন করবেন তা ভাবতেই পারছিলেন না তিনি।এই নিয়ে প্রতিবেশী চুমকি শীল উদ্যোগ নিয়ে বিষয়টি জানান স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিশিষ্ট সমাজসেবীদের।এই খবর পেয়ে সাহায্যে এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠন সৃষ্টি ফাউন্ডেশন এবং বিশিষ্ট সমাজসেবী টুলটুলি দত্ত।   

সোমবার রাতেই ছিল নিপেনবাবুর মেয়ের বিয়ে।তারাই বিয়ের সমস্ত ব্যবস্থা করেন।এদিন সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে অসহায় বাবার মেয়ের বিয়ে দেন।


এদিন নিকিতার বাবা নিপেন হাওলাদার ও মা মিনু হাওলাদার বলেন, মেয়ের বিয়ে নিয়ে চিন্তায় পড়েছিলাম।কিন্তু তারা দ্বায়িত্ব নেওয়ায় আমরা খুব খুশি।

অন্যদিকে বিশিষ্ট সমাজসেবী টুলটুলি দত্ত এবং সৃষ্টি ফাউন্ডেশনের সভাপতি গৌতম গোস্বামী বলেন, আমাদের বাড়িতে ছোট বোন থাকলে তাহলে আমাদেরও দায়িত্ব থাকতো তার বিয়ে দেওয়া। সেই দায়িত্বটাই পালন করছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *