আমবাড়ি, ১৫ নভেম্বরঃ মেয়ের নামে এনুমারেশন ফর্ম না আসায় মানসিক চাপে ভুগছিলেন রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমবাড়ির কামারভিটা অঞ্চল এলাকার বাসিন্দা ভুবন চন্দ্র রায়।বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই পরিবারের পাশে দাঁড়ালেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
উল্লেখ্য, ভুবন চন্দ্র রায়ের মেয়ে শিবানী রায়ের কয়েক বছর আগে অন্যত্র বিয়ে হয়।তবে প্রতিবছর বাবার বাড়িতে এসে ভোট দিতেন তিনি।ভুবনবাবু, তার স্ত্রী ও ছেলের নামে এনুমারেশন ফর্ম এলেও মেয়ের নামে ফর্ম আসেনি। এই নিয়ে চিন্তায় ছিলেন ভুবনবাবু। সেই মানসিক যন্ত্রণার ফলেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ পরিবারের।
ঘটনার খবর পেয়ে আমবাড়িতে সেই পরিবারের সঙ্গে দেখা করতে যান শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, নমঃশূদ্র উদ্বাস্তু উন্নয়ন সেলের কেন্দ্রীয় সভাপতি রঞ্জিত সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। তারা শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং যাবতীয় সহায়তার আশ্বাস দেন।
