শিলিগুড়ি, ৭ সেপ্টেম্বরঃ মেয়রের ওয়ার্ডে মাদকের আসর বসার অভিযোগ। প্রতিবাদ করায় হামলা এক পরিবারের চার সদস্যের উপর। ঘটনার কথা জানতেই পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মেয়র গৌতম দেব।
এরপরই একজনকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ। বুধবার রাতে পুলিশ চিরঞ্জিত দাস নামে এক যুবককে গ্রেফতার করে। ধৃত যুবক মোড়বাজার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করেছে পুলিশ।অন্যদিকে হামলার ঘটনায় যুক্ত অন্যান্যদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
সোমবার রাতে ৩৩ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনিতে কয়েকজন মাদকাসক্ত এক পরিবারের উপর হামলা করে। সেই ঘটনায় মঙ্গলবার রাতে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।
বুধবার ঘটনার কথা জানার পরই মেয়র পুলিশকে বিষয়টি দেখার কথা বলেন। শহরের কোথাও অসামাজিক কাজ মেনে নেওয়া হবেনা বলে জানান তিনি। তদন্তে নেমে পুলিশ রাতে এক যুবককে গ্রেফতার করে।
এদিকে শহরের বিভিন্ন এলাকায় পরিত্যক্ত রেল কোয়ার্টারগুলিতে মাদক ও নেশার আসর বসছে বলে অভিযোগ উঠছে। এর আগে বিষয়টি রেলকে জানানো হয়েছে বলে জানান মেয়র। ফের তা জানানো হবে বলে জানিয়েছেন তিনি।