শিলিগুড়ি, ৬ অক্টোবরঃ মেয়র গৌতম দেবের বিরুদ্ধে কড়া সমালোচনা করলেন শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন।
জানা গিয়েছে, শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের পবিত্রনগর এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।বর্ষায় এই রাস্তা জলমগ্ন হয়ে পড়ে।স্থানীয়রা একাধিকবার অভিযোগ করলেও কোন সমাধান হয়নি।দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা নিয়ে কোন উদ্যোগ গ্রহণ না করায় মেয়র গৌতম দেবের উপর ক্ষুব্ধ হন কাউন্সিলর দিলীপ বর্মন।
‘মেয়র গৌতম দেব কাজের নয় শুধু নামের মেয়র’ বলে অভিযোগ করেন কাউন্সিলর দিলীপ বর্মন।তিনি বলেন, শুধুমাত্র দেখানোর জন্য মেয়র ‘টক টু মেয়র’ কর্মসূচি করছেন।গত এক বছরে ৩ বার এই রাস্তার বিষয়ে ‘টক টু মেয়র’ কর্মসূচিতে অভিযোগ করা হয়েছে।কিন্তু কাজের নামে শুধু রাস্তা মাপা হয়েছে।মেয়রের উচিত ‘টক টু মেয়র’ কর্মসূচি বন্ধ করে দেওয়া।বোর্ড মিটিংয়ে কোনো মেয়র পারিষদকে কথা বলতে দেওয়া হয় না বলেও অভিযোগ করেন তিনি।
কাউন্সিলরের এমন মন্তব্যে ফের একবার শহরের রাজনীতিতে জোর সমালোচনা শুরু হয়েছে।অন্যদিকে এই বিষয়ে মেয়র গৌতম দেব কোন মন্তব্য করতে চাননি।