শিলিগুড়ি, ২৯ মেঃ শহরে পানীয় জল পরিষেবা দিতে ব্যর্থ পুরনিগম।এই অভিযোগ তুলে মেয়রের পদত্যাগের দাবীতে শিলিগুড়িতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা।
প্রসঙ্গত, পানীয় জল দূষিত হওয়ার কারণে আজ থেকে আগামী ২ জুন বিকেল অবধি পুর এলাকায় সরবরাহ করা পানীয় জল পান করা নিষেধ বলে জানিয়েছেন মেয়র।ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় শহরে।নাগরিক পরিষেবা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।
এদিন মেয়রের পদত্যাগের দাবি জানিয়ে মিছিল করে পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হয় বিজেপি।প্রথমে হাসমি চক থেকে মিছিল করে বিভিন্ন পথ পরিক্রমা করে ফের হাসমি চকে এসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মী ও সমর্থকেরা।দীর্ঘ সময় এই পথ অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল।
বিজেপি অভিযোগ, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের(BOD) তারতম্যের কারণে জল দূষিত হয়েছে।বিগত কিছুদিন ধরে এই পানীয় জলই শিলিগুড়িতে সরবরাহ হয়েছে।অজ্ঞাতভাবে এই দূষিত জল শহরের সাধারণ মানুষ পানীয় হিসেবে গ্রহণ করেছে।মেয়র জেনে বুঝে এসব করেছেন বলে অভিযোগ করেন বিজেপি নেতৃত্বরা।