শিলিগুড়ি,২৯ এপ্রিলঃ রাজনৈতিক মতাভেদ ভুলে মেয়রের ডাকে শহরে প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া।অসহায় মানুষদের মধ্যে বিতরণ করলেন খাদ্যসামগ্রী।
শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বিতায় একদিকে সিপিএম এর অশোক ভট্টাচার্য অন্যদিকে তৃণমুল কংগ্রেসের হয়ে বাইচুং ভুটিয়াকে লড়তে দেখেছে শহরবাসী।কিন্তু করোনা মোকাবিলায় রাজনৈতিক মতাভেদ ভুলে শিলিগুড়ি পুরনিগমের পাশে দাঁড়িয়েছেন বাইচুং ভুটিয়া।শিলিগুড়ি পুরনিগমকে আর্থিক সহায়তা করেছেন বাইচুং ভুটিয়া।সেই অর্থ দিয়েই বুধবার অসহায় মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হল।
মেয়র অশোক ভট্টাচার্য বলেন, করোনা মোকাবেলায় শহরবাসীকে সমস্ত পরিসেবাই দিয়ে আসছে পুরনিগম। বাইচুং পুরনিগমকে কিছু আর্থিক সহায়তা করেছিলেন। সেই অর্থ দিয়েই আজ ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হল।
অন্যদিকে মেয়রের প্রশংশায় পঞ্চমুখ বাইচুং। বাইচুং বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দিতা থাকলেও শিলিগুড়ির মেয়র তথা বিধায়কের সঙ্গে বরাবরের সম্পর্ক ভালো রয়েছে। তারই আবেদনে সাড়া দিয়ে শিলিগুড়িতে এসেছি। এদিন ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।