শিলিগুড়ি,২ এপ্রিলঃ শিলিগুড়ি পুরনিগমের মেয়র রিলিফ ফান্ডে নিজের বিধায়কের ভাতা থেকে এক লক্ষ টাকা প্রদান করলেন বিধায়ক অশোক ভট্টাচার্য।
এই অর্থ শুধু পুরনিগমে নয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রেও ব্যবহৃত হবে বলে জানা গিয়েছে।বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের মেয়র রিলিফ ফান্ডে এক লক্ষ টাকা নিজের মাসিক বিধায়ক ভাতা থেকে প্রদান করেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য।
এদিন একটি সাংবাদিক বৈঠক করে মেয়র জানান, রাজ্যে করোনা মোকাবিলায় রাজ্য সরকার অগ্রণী ভূমিকা পালন করলেও উত্তরবঙ্গে চিকিৎসা বিষয়ে সামগ্রিক চিত্র ঠিক উল্টো। এই মুহূর্তে উত্তরবঙ্গে করোনা ভাইরাস চিকিৎসা সঠিকভাবে শুরু না হওয়ায় আতঙ্ক সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে।দ্রুত এই আতঙ্ক কাটাতে রাজ্যে স্বাস্থ্য দপ্তরের উচিত স্বাস্থ্য ব্যবস্থা সঠিক করে চিকিৎসা শুরু করা।পাশাপাশি মানুষ যেভাবে লকডাউন ভেঙে বাইরে ভিড় জমাচ্ছেন তা অবিলম্বে বন্ধ করে সরকারী নিয়ম মেনে ঘরে থাকার পরামর্শ দেন তিনি।