নকশালবাড়ি,৯ ডিসেম্বরঃ নেপালে ইটভাটায় কাজে যাওয়ার পথে দূর্ঘটনার কবলে পড়ল শ্রমিকবোঝাই একটি বুলেরো।মঙ্গলবার নকশালবাড়ির এশিয়ান হাইওয়ে সড়কের কোয়ার্টার মোড়ে ভয়াবহ এই দূর্ঘটনাটি ঘটে।ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের, আহত এক শিশু সহ ৮ জন।
জানা গিয়েছে, এদিন সাতসকালে কোচবিহার থেকে নেপালের ইটভাটায় কাজে যাচ্ছিল কোচবিহারের ৭ জন শ্রমিক সহ এক শিশু।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোয়ার্টার মোড়ে দাঁড়িয়ে থাকা এক লরিতে ধাক্কা দিয়ে নয়নজুলিতে পড়ে যায় বুলেরোটি।বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে।পরে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক শিশু সহ মোট ৯জনকে উদ্ধার করে।
ঘটনায় শ্রমিকদের সর্দার রসিদ মিঞার মৃত্যু হয়।আহতদের উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে সেখান থেকে তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।
