শিলিগুড়ি,৬ জুনঃ মিড-ডে-মিলে আর আতপ চাল নয়। এবার থেকে দেওয়া হবে সেদ্ধ চাল।
প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান ডঃ সুপ্রকাশ রায় জানান, শিক্ষক সংগঠনগুলির তরফে মিড-ডে-মিলে ছাত্রছাত্রীদের জন্য সেদ্ধ চালের দাবী করা করা হয়েছিল। সেই দাবী মেনে নিয়ে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী জেলার সরকারি স্কুলগুলিতে সেদ্ধ চাল বিতরণ শুরু হয়েছে।গত আগস্ট থেকে চাল বিতরণ শুরু হয়েছে।
আজ তরাই তারাপদ প্রাথমিক স্কুলে মিড-ডে-মিলের সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল চাল, আলু, সাবান ও ছোলা। জানা গেছে আগামী ৭, ১০ ও ১২ আগস্ট স্কুলগুলিতে মিড-ডে-মিল বিতরণ করা হবে, অভিভাবকেরা স্কুলে গিয়ে তা নিয়ে আসতে পারবেন। পড়ুয়াদের সেদ্ধ চাল দিতে পেরে খুশি স্কুলশিক্ষকেরা, পাশাপাশি এই আতপ চালের বদলে সেদ্ধ চাল পেয়ে খুশি অভিভাবকেরাও।