রাজ্য সরকারের নির্দেশানুযায়ী কোচবিহারের স্কুলগুলিতে শুরু মিড ডে মিলের চাল ও আলু বিতরণ

কোচবিহার,২৩ মার্চঃ রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারী স্কুলগুলি মিড ডে মিলের দু কেজি চাল ও দু কেজি আলু দেওয়া শুরু হল।


সোমবার কোচবিহারের বিভিন্ন স্কুলে দু কেজি চাল ও ২ কেজি আলু দেওয়া হয়।কোচবিহার সদর গভঃমেন্ট হাইস্কুল,ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলের অভিভাবকদের হাতে এদিন চাল ও আলু তুলে দেওয়া হয় স্কুল কর্তৃপক্ষের তরফে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *