রাজগঞ্জ, ১৯ নভেম্বরঃ শীত শুরু হতেই পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু।ইতিমধ্যেই পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছে রাজগঞ্জের ফুলবাড়ি ব্যারেজে।
প্রতিবছর শীতের সময় উত্তরবঙ্গের কয়েকটি জলাশয়ের মত রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি ব্যারেজে পরিযায়ী পাখিরা আসে।এবারও বিদেশ থেকে বিভিন্ন প্রজাতির পাখি আসতে শুরু করেছে।
জানা গিয়েছে, শীতের সময় মূলত মঙ্গোলিয়া, তিব্বত, দক্ষিণ আফ্রিকা, সাইবেরিয়া সহ বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখিরা আসে।রুডি শেলডাক, রিভার ল্যাপউইং সহ নানান প্রজাতির পরিযায়ী পাখি ছাড়াও ভারতীয় প্রজাতির পাখিরা আসে।শীত শেষে ফের তারা ফিরে যায় তাদের দেশে।
স্থানীয় বাসিন্দারা বলেন, শীত শুরু হওয়ায় বিদেশ থেকে পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছে।পাখিগুলির নাম না জানলেও বিভিন্ন রঙের পাখি দেখতে খুব ভালো লাগে।পাখি প্রেমী পর্যটকরা আসেন পাখি দেখতে।পাখিদের যাতে কেউ ক্ষতি না করে সেব্যাপারে এলাকার মানুষ নজর রাখেন।