রাজগঞ্জ, ১৫ মার্চঃ শীত পেরিয়ে গেলেও ফুলবাড়ি ব্যারেজের মহানন্দা নদীতে পরিযায়ি পাখির বিচরন।
প্রতিবছর শীতের শুরুতে দেখা গেলেও এই বার শীতের শেষেও দেখা মিলছে এই পরিযায়ী পাখিদের।জানা গিয়েছে,দক্ষিণ আফ্রিকা,সাইবেরিয়া, তিব্বত সহ অন্যান্য দেশ থেকে এসে ভিড় জমায় পরিযায়ী পাখিরা।
এই বিষয়ে স্থানীয় ললীত রায় জানান, প্রতিবছর শীতের শুরুতেই বিভিন্ন প্রজাতির বহু পাখি মহানন্দা নদীতে আসে।শীত পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারাও ফিরে যায় তাদের দেশে।কিন্তু এই বছর একটু ব্যতিক্রম দেখা গেল।শীত পেরিয়ে গেলেও এখনও দেখা যাচ্ছে পরিযায়ী পাখি।দেখে খুব ভালো লাগছে।শিলিগুড়ি সহ নানা যায়গা থেকে অনেক মানুষ আসে এই পাখি দেখতে।