রাজগঞ্জ, ১৪ মার্চঃ থানা যখন শিশুদের জন্য স্কুল।থানা এলাকার শিশুদের শিক্ষক পুলিশ। করোনার জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের একবার নতুন রূপে মিলনপল্লীতে ফাঁড়িতে শুরু হতে চলেছে নার্সারি স্কুল। স্কুলটির নাম নবদিশা পাঠশালা। সোমবার স্কুলের উদ্বোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা।এদিন পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল স্কুলড্রেস, জুতো, ব্যাগ ও খাতা-কলম।
রাজগঞ্জের মিলনপল্লি পুলিশ ফাঁড়িতে ২০১৩ সালে স্কুলটি শুরু করা হয়।মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের গজলডোবার কাছে তিস্তার চরের শিশুদের জন্য স্কুলটি খোলা হয়েছিল।পুলিশকর্মীরাই ওই স্কুলের শিক্ষক।পড়ুয়াদের কাছ থেকে কোনও ফি নেওয়া হয় না।উপরন্তু পড়ুয়াদের বিনামূল্যে পঠন-পাঠনের সামগ্রী দেওয়া হয় পুলিশের তরফে।কিন্তু করোনা ও লকডাউনের জন্য প্রায় আড়াই বছর বন্ধ থাকে স্কুলটি।ফের স্কুলটি নতুন করে শুরু করার উদ্যোগ নেওয়া হয়।ফাঁড়ির একটি কক্ষকে সাজিয়ে তোলা হয়েছে নতুন রূপে।এদিন নতুন করে স্কুল শুরু করা হয়।
উপস্থিত ছিলেন এডিসিপি ট্র্যাফিক পূর্ণিমা শেরপা, এসিপি রাজেন ছেত্রী, এনজেপি থানা ও মিলনপল্লী ফাঁড়ির পুলিশ।