আলিপুরদুয়ার,২৮ এপ্রিলঃ হোয়াটস অ্যাপে ওষুধের প্রেসক্রিপশনের ছবি তুলে পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে ওষুধ।এই লকডাউনের জেরে যেসব চা বলয় ও বনবস্তি এলাকার মানুষেরা সমস্যায় রয়েছেন তাদের সুবিধার্থে এই উদ্যোগ গ্রহণ করেছেন শিলিগুড়ি তরাই ডুয়ার্স ডেভলপমেণ্ট অথরিটির চেয়ারম্যান তথা আলিপুরদুয়ার জেলাপরিষদের মেণ্টর মোহন শর্মা।
এদিন মোহন শর্মা জানান,টানা লকডাউনের জেরে কালচিনি,মাদারিহাট,বীরপাড়া,কুমারগ্রাম ব্লকের চা বলয় ও বনবস্তি এলাকার মানুষেরা অনেকেই ঠিকমতো খেতে পারছেন না।এমতবস্থায় তাদের পক্ষে প্রয়োজনীয় ওষুধ ক্রয় করাও সম্ভব নয়।তাই তাদের কথা মাথায় রেখে হোয়াটস অ্যাপ নম্বর চালু করা হয়েছে।নম্বরগুলি হল ৯৭৩৫০৮৫৫৫৫, ৮৫১৫০২১৬১২, ৭৯০৮৩৮৬২৭৫।যেখানে ওষুধের প্রেসক্রিপশনের ছবি তুলে পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যেই বিনামূল্যে বাড়িতে পৌঁছে যাবে ওষুধ।ইতিমধ্যেই প্রচুর মানুষের ঘরে ওষুধ পৌছে দেওয়া হয়েছে।