মিলছে না করোনার ভ্যাকসিন, ক্ষোভ জমছে সাধারণ মানুষের মধ্যে

শিলিগুড়ি, ২৭ এপ্রিলঃ সাতসকাল থেকেই স্বাস্থ্যকেন্দ্রে লাইন তারপরেও মিলছেনা করোনার ভ্যাকসিন।কেউবা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন আবার কেউ ক্ষোভে ফেটে পড়ছেন।মঙ্গলবার সকালে এমনই চিত্র দেখা গেল মাতৃসদনের করোনা টিকাকরণ কেন্দ্রে।


সকাল থেকে ঠায় দাড়িয়ে ছিলেন ভ্যাকসিনের আশায় তবে হঠাৎই জানানো হয় যে ভ্যাকসিন শেষ তাই আজ ভ্যাকসিন দেওয়া যাবে না।অনেকেই জানান, আজ তাদের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ছিল তবে সেই ডোজ তারা পাচ্ছেন না।ফলে এবারে কি করবেন তা নিয়ে চিন্তায় পড়ছেন সকলেই।আবার অনেকেই বলেন, সকাল থেকে সমস্ত কাজ ছেড়ে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর হঠাৎই জানানো হয় যে আজ মিলবে না ভ্যাকসিন।কাজ ছেড়ে এসে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে।অনেক বয়স্ক মানুষও এদিন লাইনে দাঁড়িয়ে ছিলেন।

এই খবর পেয়ে মাতৃসদনে আসেন নান্টু পাল।তিনিও জানান, ভ্যাকসিন নেই এই বিষয়টি আগেই মানুষকে জানানো উচিত ছিল।ভ্যাকসিন নিতে এসে কেন সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হবে। পুরনিগমের কমিশনারের সাথে তার কথা হয়েছে, আজ বিকেলের পর ভ্যাকসিন আসার কথা রয়েছে।তারপরেই আবার ভ্যাকসিনেশন চালু হবে।তবে সাধারণ মানুষকে যে হয়রানির শিকার হতে হচ্ছে তার বিরোধিতা করেন তিনি।টিকাকেন্দ্রগুলিতে হেল্পলাইন নম্বর থাকলে সাধারন মানুষ অনেকটাই উপকৃত হবেন বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *