শিলিগুড়ি,২২ এপ্রিলঃ লকডাউনে খাবারের যোগান করতে গিয়ে কালঘাম ছুটছে শ্রমিক মজুরদের।
সকাল থেকেই খাবারের আশায় তারা বসে রয়েছেন শহরের বিভিন্ন জায়গায়।তবে লকডাউনে সাধারণ মানুষের বাইরে বেরোনো নিষেধ।ফলে কোনোদিন আধপেটা বা কোনোদিন না খেয়েই দিন কাটাতে হচ্ছে তাদের।রেশনে যে চাল মিলছে তাতে চলছে না সংসার।পরিবারের অন্যান্যদেরও কাজ বন্ধ তাই একরকম না খেতে পেয়েই কাটছে দিন।মনের মধ্যে জমছে দুঃখ, রাগ, কষ্ট।
প্রতিদিনই তারা বসে রয়েছেন রাস্তার ধারে।দিনশেষে কেউ বা ফিরছে আধপেটা হয়ে আবার কেউ বা খালি হাতে।জীবনটাই যেখানে অনিশ্চিত সেখানে বাঁচার তাগিদে প্রতিটি মূহুর্ত লড়ে যাচ্ছেন তারা।