শিলিগুড়ি, ৬ মেঃ দেশজুড়ে লকডাউন।লকডাউনের ফলে আগামী ৬ মাস বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছে সরকার।কিন্তু ডিজিটাল রেশন কার্ড না থাকার ফলে সমস্যায় সাধারণ মানুষ।
আজ শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৫ নম্বর বরো কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ, বহুবার ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করা হলেও তারা ডিজিটাল রেশন কার্ড হাতে পাননি।প্রশাসনের তরফে বলা হয়েছে, যাদের ডিজিটাল কার্ড নেই তাদের এসডিও এর তরফে টোকোনের ব্যবস্থা করা হবে।কিন্তু এখনও অনেকেই আছেন যারা সরকারি টোকোন পাননি।এর ফলে তারা রেশন পাচ্ছেন না।এই কারণেই এদিন বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা।
এদিকে, ৫ নম্বর বরো কার্যালয়ের আধিকারিক জুয়েল সরকার বলেন, সরকারি নির্দেশ অনুসারে তারা কাজ করছেন।যাদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে ও যাদের টোকোন দেওয়া হয়েছে তাদের রেশন দেওয়া হচ্ছে।যাদের টোকোন ও কার্ড নেই তাদের রেশন দেওয়া হচ্ছে না।এই বিষয়ে তাদের কিছু করার নেই।যাদের কার্ড নেই তারা ফুড সাপ্লাই অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।