শিলিগুড়ি, ৯ আগস্টঃ শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামের সেফ হোম পরিদর্শন করলেন মন্ত্রী গৌতম দেব।
প্রসঙ্গত, বেশকিছুদিন আগেই প্রশাসনের তরফে ইন্ডোর স্টেডিয়ামকে সেফ হোম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী কাজও শুরু হয়ে যায়। প্রথম অবস্থায় স্থানীয়রা বিক্ষোভ জানালেও পরবর্তীতে আর কোনোরকম বাধার সৃষ্টি করেননি।
প্রশাসনের তরফে প্রথমে ১০০ বেডের সেফ হোম তৈরির কথা বলা হলেও এদিন মন্ত্রী গৌতম দেব জানান, ৭০ বেডের সেফ হোম এখানে তৈরি হচ্ছে। প্রয়োজনে অন্য কোথাও সেফ হোম বানানো হবে। তবে এইমুহূর্তে ইন্ডোর স্টেডিয়ামে বেডের সংখ্যা বাড়ানো হবেনা।তিনি আরও জানান, খুব শীঘ্রই চালু হতে চলেছে এই সেফ হোম, জোর কদমে চলছে কাজ।