শিলিগুড়ি, ৬ জুলাইঃ একদিকে যখন শিলিগুড়ি শহরে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা, তখন অন্যদিকে বহু মানুষ এখনও অসচেতন। মাস্ক সঙ্গে থাকলেও দেখা যাচ্ছে তা নাক-মুখ থেকে নামানো। আবার বেশকিছু বাজারে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।
যেকারণেই এবার শহরবাসীকে সচেতন করতে রাস্তায় মন্ত্রী গৌতম দেব। সোমবার সকালে তিনি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পৌঁছে যান সুভাষপল্লী বাজারে। সেখানে মাস্ক বিলির পাশাপাশি যাদের মুখে মাস্ক নেই তাদের সচেতন করেন। শহরের আরও বিভিন্ন জায়গায় তিনি সচেতনতা প্রচারের জন্য যাবেন।
এদিন তিনি বলেন, এখন মানুষকে আরও বেশী সচেতন হতে হবে। রাজ্য সরকার এই কাজ করছে। ১০৫ টি সংগঠন নিয়ে ফাইট করোনা টিমও সচেতনতার কাজ করছে শহরে।