শিলিগুড়ি, ৬ অক্টোবরঃ গোটা দেশের মত উত্তর পূর্ব ভারতে কৃষি উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে কেন্দ্র সরকার।বুধবার সকালে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে একথা জানালেন কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী।
এদিন বাগডোগরা বিমানবন্দরে নামার পর আদিবাসী নৃত্যের তালে মন্ত্রীকে স্মাগত জানান বিজেপি নেতাকর্মীরা।উপস্থিত ছিলেন সাংসদ জয়ন্ত রায়, অরুণ মন্ডল, মানিক সিংহ সহ অন্যান্যরা।
মন্ত্রী কৈলাস চৌধুরী বলেন, উত্তর পূর্ব ভারতের কৃষি উন্নয়নে নিশ্চিতরূপে প্রধানমন্ত্রী দৃষ্টি দিয়েছেন।এই এলাকা দেশের মূল অংশের সঙ্গে কিভাবে যোগ করা যায় তার জন্য কেন্দ্রীয় সরকার একযোগে কাজ করছে।অর্গানিক কৃষির জন্য সিকিম দেশের মধ্যে সেরা।পাশাপাশি কৃষকদের আত্মনির্ভর করা ও কৃষকের আয় দ্বিগুন হতে কেন্দ্র কাজ করছে।নতুন আইন কৃষকদের জন্য, দেশের সমস্ত কৃষকরা নতুন কৃষি আইনকে স্বাগত জানিয়েছেন।