মিরাট থেকে ফিরলো পরিবার, আজ শহীদ জওয়ানের শেষকৃত্য

শিলিগুড়ি,১৯ জুনঃ শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নামলেন শহীদ জওয়ান বিপুল রায়ের স্ত্রী ও কন্যা।কিছুদিন আগে লাদাখের চিনের হামলায় শহীদ হন আলিপুরদুয়ারের বাসিন্দা সেনা জওয়ান বিপুল রায়।তিনি মিরাটে তার স্ত্রী ও মেয়ের সঙ্গে থাকতেন।বেশকিছুদিন আগে তার বদলি হয় লাদাখে।সেখানে কর্মরত ছিলেন তিনি।


গতকালই তার কফিনবন্দী দেহ পৌছায় আলিপুরদুয়ারে।আজ তার স্ত্রী ও কন্যা বিমানে বাগডোগরা বিমানবন্দরে নামেন।সেখান থেকে সড়কপথে তারা রওনা দেন আলিপুরদুয়ারের উদ্দেশ্যে।সেখানেই আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে শহীদ জওয়ানের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom